মাজারের খাবার খেয়ে ২৩ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন ২৩ জন
মাজারের খাবার খেয়ে কিশোরগঞ্জের ভৈরবের ২৩ জন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। রাজধানী ঢাকার একটি মাজারের খাবার খেয়ে রোববার তারা অসুস্থ হয়ে পড়েন। সূত্র : এনিটিিভ অনলাইন।
অসুস্থ রোগীদের আত্মীয়রা জানায়, শনিবার রাতে ভৈরবের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক নারী, পুরুষ, শিশু ঢাকার বিমানবন্দর সংলগ্ন বাউনিয়া মহিউদ্দিন চিশতির মাজারে যায়। সেখানে তারা রাতের খাবার হিসেবে মাজার কর্তৃপক্ষের সরবরাহ করা বিরিয়ানি খায় এবং তাবারক হিসেবে গ্রামের আত্মীয়স্বজনদের জন্য নিয়ে আসে।
বিরিয়ানিগুলো গরমের কারণে গন্ধ হয়ে গেলেও পূণ্যের আশায় গ্রামের লোকজন সেগুলো খায়। খাওয়ার কিছু সময় পর থেকে তাদের বমি ও পাতলা পায়খানা হতে থাকে। বিকেল থেকে ওসব গ্রামের ২৩ জন নারী-পুরুষ ও শিশু চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে সেখানে চারজন ছাড়া বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রওশন আরা নিপা জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বিকেল ৪টা থেকে রাত সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৩ জন হাসপাতালে চিকিৎসার জন্য আসে। তারা হলেন—আকলিমা (২৫), নূরুন্নাহার (৪১), স্বর্ণা বেগম (২০), কামাল উদ্দিন (৪৫), নওশিন (৩৯), ফাহিম (৬), রূহান (৩), অনিতা বেগম (৪০), আ. রউফ (২), রূপালী বেগম (১৯), সেলিনা বেগম (৩৫), নদী বেগম (১৮), রূপক (২), আবদুল্লাহ (১৭ মাস), নাদিয়া বেগম (৪৫), মাফি (২২ মাস), জিনাত বেগম (৪৫), মিতা বেগম (২২), কুলসুম (২৮), খাদিজা বেগম (৪০), তানভির (১৫ মাস), মিম (৩) ও মুজাহিদ (৩)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল হামিদ বলেন, ‘শনিবার মাজারে গিয়ে সারা রাত কাটিয়ে ভোররাতে মাজারের খাবার ভৈরবে এনে স্বজনদের খেতে দেন কয়েকজন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’