Copyright Doctor TV - All right reserved
পবিত্র রমজান এবার গ্রীষ্মকালে পড়েছে। গরমে ১৪ থেকে ১৫ ঘণ্টা রোজা থাকতে হচ্ছে। ফলে অনেকের জন্যই রোজা রাখা বেশ কষ্টকর হচ্ছে। বিশেষ করে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আরও কঠিন।
ভুরিভোজের ফলে বুক জ্বালাপোড়া করবে, ঢেকুর আসা, ঢেকুরের সাথে খাবার বেরিয়ে আসা, এগুলো হতে পারে। কারো আগে থেকে আলসার, লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার রোগ থাকলে, অতিরিক্ত ভুরিভোজের ক্ষেত্রে এসব রোগের উপসর্গগুলো বেড়ে যেতে পারে।