Copyright Doctor TV - All right reserved
সরাবিশ্বের মতো বাংলাদেশের মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক। মৃত্যুর কারণের দিকে থেকে স্ট্রোকের অবস্থান তৃতীয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২০ সালে ব্রেইন স্ট্রোকে মারা গেছেন ৮৫ হাজার ৩৬০ জন, যা আগের বছর (২০১৯ সাল) ব্রেইন স্ট্রোকে মৃত্যুর সংখ্যা ছিল ৪৫ হাজার ৫০২।
ঘাতক ব্যাধি স্ট্রোকে প্রতি বছর প্রায় দেড় কোটি মানুষ আক্রান্ত হন। যাদের মধ্যে মারা যান ৫০ লাখ আর অর্ধ কোটি পঙ্গুত্ববরণ করেন। স্ট্রোককে বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণ বলা হয়। মৃতদের দুই-তৃতীয়াংশ আমাদের মতো গরীব দেশে ঘটে। দিন দিন স্ট্রোকে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
দেশে স্ট্রোকে আক্রান্ত রোগীর ৩৬ শতাংশই অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম।