Copyright Doctor TV - All right reserved
প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধযোগ্য। অদক্ষ ধাত্রী দ্বারা শিশু জন্ম প্রতিহত করার মাধ্যমে ভয়াবহ কস্টের ফিস্টুলা থেকে মায়েদের রক্ষা করা সম্ভব। এ কারণে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন গাইনী কনসালট্যান্ট ডা: ফাইরুজ পারভীন তানিয়া। ২৩ মে (মঙ্গলবার), আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে ডক্টর টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
আজ ২৩ মে (মঙ্গলবার) আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস। ২০০৩ সালে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ইউএনএফপিএর কর্মসূচি 'ক্যাম্পেইন টু এন্ড ফিস্টুলা'র আওতায় বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে।
প্রসবজনিত ফিস্টুলা, যা সাধারণত হয়ে থাকে বাধাগ্রস্ত প্রসবের কারণে। তবে প্রসবজনিত ফিস্টুলা হওয়ার অন্যতম কারণ অল্প বয়সে বিয়ে, বিয়ের পরপরই গর্ভধারণ, পুরো গর্ভাবস্থায় চারবার স্বাস্থ্য পরীক্ষা না করা অন্যতম একটি কারণ।