Copyright Doctor TV - All right reserved
ব্রাহ্মপল্লীতে ছাত্রদের একটা মেসে উঠলাম। রাউন্ডে এসে দেখলাম, নিউরোলজির 'ক খ গ'ও পারি না। কয়েকদিন পর লং কেস প্রেজেন্ট করতে বলা হলো। সিআইডিপি রোগে আক্রান্ত এক বৃদ্ধ নানাকে প্রেজেন্ট করলাম। এই রোগী আমাকে সত্যি সত্যি নাতি বানিয়ে ফেললেন। উনি কয়েক বছর আগে মারা গেছেন। উনার স্ত্রী, ছেলেরা এখনো আমার কাছে আসেন। এখনো সেই আন্তরিকতা রয়ে গেছে।
বিশ্বে দ্বিতীয় ও বাংলাদেশে তৃতীয় মৃত্যুর প্রধান কারণ স্ট্রোক। কারও স্ট্রোক হলে সময় ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে জীবন রক্ষা করা সম্ভব।