Copyright Doctor TV - All right reserved
হার্টের রিংয়ের (স্টেন্ট) ৩টি ধরনের দাম ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান। এরমধ্যে দুটি রিংয়ের নতুন দাম কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। আরেকটির দাম পর্যায়ক্রমে কমানোর আশ্বাস পাওয়া গেছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেছেন, বাংলাদেশে মেডিকেল সরঞ্জামের ৪ হাজার কোটি টাকার মার্কেট। এর মাত্র ৬ থেকে ৮ শতাংশ দেশে উৎপাদন হয়। বাকি ৯২ ভাগ পুরোপুরি আমদানি নির্ভর। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের উদ্যোক্তা, আমদানিকারক ও সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।