Copyright Doctor TV - All right reserved
অন্যান্য বছরের তুলনায় চলতি শীত মওসুমে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহসহ ঠান্ডাজনিত অসুখের প্রকোপ তুলনামূলক বেশি দেখা দিয়েছে। এরইমধ্যে, সারাদেশে ঠান্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ৭৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এরমধ্যে, চট্টগ্রাম বিভাগেই মারা গেছেন ৫৩ জন।
শীত জেঁকে বসতেই বরিশালে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। চলতি ডিসেম্বরেই নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ১০ শিশুর। আর শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন চার বয়স্ক ব্যক্তি।