ঠান্ডাজনিত রোগে শিশুসহ ৭৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
2023-01-11 10:45:30
ঠান্ডাজনিত রোগে শিশুসহ ৭৮ জনের মৃত্যু

অন্যান্য বছরের তুলনায় চলতি শীত মওসুমে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহসহ ঠান্ডাজনিত অসুখের প্রকোপ তুলনামূলক বেশি দেখা দিয়েছে

অন্যান্য বছরের তুলনায় চলতি শীত মওসুমে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহসহ ঠান্ডাজনিত অসুখের প্রকোপ তুলনামূলক বেশি দেখা দিয়েছে। এরইমধ্যে, গত ১৪ নভেম্বর থেকে ১০ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত সারাদেশে ঠান্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ৭৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এরমধ্যে, চট্টগ্রাম বিভাগেই মারা গেছেন ৫৩ জন। 

১০ জানুয়ারি (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বিবরণীর তথ্য অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১৩০ জন। এর মধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ১৪৪ জন। মারা গেছেন ৩ জন।


আরও দেখুন: