Copyright Doctor TV - All right reserved
জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ উপলক্ষ্যে ১৯ থেকে ২৫ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগে ৩০-৬০ বছর বয়সী মহিলাদের জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের বিশেষ ভায়া এবং সিবিই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
জরায়ুমুখ ক্যান্সার নারীদের একটি ভয়াবহ ব্যাধি। এ ক্যান্সার বিশ্বব্যাপী নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্বে প্রতি দুই মিনিটে একজন নারী জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যুবরণ করেন এবং প্রতি বছর ৫০ লক্ষাধিক নারী নতুন করে আক্রান্ত হন।
জরায়ুমুখ ক্যান্সার ও হেপাটাইটিস-বি ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সূচনালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ (শেহামেক ইউনিট) শাখা মেডিসিন ক্লাব।