শেহামেক মেডিসিন ক্লাবের উদ্যোগে হেপাটাইটিস-বি ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সেমিনার
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে হেপাটাইটিস-বি ভাইরাস ও জরায়ুমুখ ক্যান্সারের উপর একটি বিশেষ সেমিনার আয়োজন করে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ (শেহামেক ইউনিট) শাখা মেডিসিন ক্লাব
জরায়ুমুখ ক্যান্সার ও হেপাটাইটিস-বি ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সূচনালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ (শেহামেক ইউনিট) শাখা মেডিসিন ক্লাব।
এর ধারাবাহিকতায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে হেপাটাইটিস-বি ভাইরাস ও জরায়ুমুখ ক্যান্সারের উপর একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো: নজরুল ইসলাম ভুঁইয়া। এতে সভাপতিত্ব করেন মেডিসিন ক্লাব শেহামেক ইউনিটের সভাপতি হাসান শাহরিয়ার হৃদয়। সঞ্চালনা করেন মেডিসিন ক্লাব শেহামেক ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ হাসান আফ্রিদি।
সেমিনারটিতে মূল বক্তা হিসেবে আলোচ্য বিষয়ের উপর বক্তব্য দেন মেডিসিন ক্লাব শেহামেক ইউনিটের সহ-সাধারণ সম্পাদক তাহমিনা ইসলাম আনিকা, ক্লিনিক্যাল সম্পাদক জাহিদ হাসান রবিন এবং কার্যনির্বাহী সদস্য ফয়জুন নেসা জুঁই।
সেমিনারটি বাস্তবায়নে মেডিসিন ক্লাব শেহামেক ইউনিটের সহযোগিতায় ছিলো ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।