Copyright Doctor TV - All right reserved
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গত দেড় মাসের নির্বিচার হামলায় ২০৫ জন ডাক্তার-নার্সসহ মোট ১৪ হাজার ৮৫৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ হাজার ৮৫০ জন শিশু এবং চার হাজারেরও বেশি নারী। পাশাপাশি আহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহতদের মধ্যেও নারী ও শিশুর হার ৭৫ শতাংশের বেশি। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলের নির্বিচার হামলায় প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন। সোমবার (৬ নভেম্বর) গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রোববার রাতভর ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় উপত্যকায় নতুন করে ২০০ মানুষ নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ হাজার ৯২২ জনে পৌঁছেছে। সূত্র: এএফপি, রয়টার্স, আলজাজিরা।
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯৬ জনে। অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (১ নভেম্বর) এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজা শহরে সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে ৩ হাজার ৬৪৮ শিশু এবং দুই হাজার ২৯০ নারী রয়েছেন।