গাজায় নিহতের সংখ্যা প্রায় ৮৮০০ জন, ধ্বংসস্তূপে চাপা ২ হাজার

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-02 11:47:35
গাজায় নিহতের সংখ্যা প্রায় ৮৮০০ জন, ধ্বংসস্তূপে চাপা ২ হাজার

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের জানাযা

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯৬ জনে। অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (১ নভেম্বর) এ তথ্য জানায়।  

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজা শহরে সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে ৩ হাজার ৬৪৮ শিশু এবং দুই হাজার ২৯০ নারী রয়েছেন। হামলায় আহত হয়েছে ২২ হাজার ২১৯ জন। এছাড়াও বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে এখনো দুই হাজার ৩০ জন আটকা পড়ে আছে। সূত্র : আনাদোলু এজেন্সি

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় ১৩২ জন চিকিৎসক নিহত এবং ২৫টি অ্যাম্বুল্যান্স ধ্বংস হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। ৭ অক্টোবর থেকে গাজায় ৫৮টি স্বাস্থ্যসেবাকেন্দ্র লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী।

তিনি বলেন, ইসরায়েলি হামলা ও জ্বালানির ঘাটতির কারণে প্রায় ৫৮টি হাসপাতাল এবং ৩২টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রকে পরিষেবা থেকে বাদ দেওয়া হয়েছে।

গত সপ্তাহান্ত থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলাকে জোরদার করেছে।

৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর থেকে তেল আবিব অঞ্চলটিতে নিরলস বিমান হামলা চালাচ্ছে। হামাসের হামলায় প্রায় দেড় হাজার ইসরায়েলি নিহত হয়েছে।


আরও দেখুন: