Copyright Doctor TV - All right reserved
ঝুঁকি থাকুক আর না থাকুক, কিছু কিছু উপসর্গ অবহেলা না করাই উচিত। যেমন: আকস্মিক ওজন কমা, হঠাৎ রক্তশূন্যতা, চল্লিশের পর হঠাৎ ভীষণ অরুচি, স্তন বা যেকোনো জায়গায় কোনো গোটা বা দানা বুঝতে পারা, মুখের ভেতর দীর্ঘমেয়াদি ঘা, এক মাসের বেশি কাশি, কফের সঙ্গে রক্ত, কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তন, মলের সঙ্গে রক্তপাত, কালো রঙের পায়খানা ইত্যাদি কিছু উপসর্গ সব সময়ই সন্দেহজনক। এসব ক্ষেত্রে দেরি না করে সমস্যা শনাক্ত করা দরকার।
দেশে প্রাত্যহিক কাজে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার ব্যাপক বেড়েছে। এমনকি আজকাল কর্মক্ষেত্রে প্লাস্টিকের বোতল ছাড়া পানি পানের কথা ভাবাই যায় না। তবে একই বোতলে দীর্ঘদিন...