Copyright Doctor TV - All right reserved
চার বছরের কম বয়সী শিশুদের জন্য কাশির সিরাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। গত ১৮ ডিসেম্বর এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরে ভারতে তৈরি কাশির সিরাপ সেবনে বিভিন্ন দেশের অন্তত ১৪১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সিরাপের প্রভাবে ভারতেও কয়েকটি শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে ৪ বছরের কম বয়সী শিশুদের জন্য কাশির সিরাপ নিষিদ্ধের সিদ্ধান্ত নিল ভারতের নিয়ন্ত্রক সংস্থা।
ভারতে তৈরি আরও একটি কাশির সিরাপে দূষণ পাওয়ায় এ নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সিরাপটি গ্রহণের ফলে কেউ অসুস্থ হয়েছে কিনা, তা নির্দিষ্ট করে বলা হয়নি। সিরাপটি মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ায়ও পাওয়া যাচ্ছে।
নতুন করে ভারতে তৈরি দুটি কাশির সিরাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। উজবেকিস্তানে ১৯ শিশু মৃত্যুর ঘটনার জেরে ভারতীয় নয়ডাভিত্তিক কোম্পানি ম্যারিওন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ আপাতত না দিতে বলছে সংস্থাটি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মেইডেন ফার্মাসিটিক্যালসের তৈরি চারটি সর্দিকাশির সিরাপ দায়ী এসব মৃত্যুর জন্য।