ভারতীয় কাশির সিরাপ ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
2023-01-12 12:16:52
ভারতীয় কাশির সিরাপ ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও

নতুন করে ভারতে তৈরি দুটি কাশির সিরাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। উজবেকিস্তানে ১৯ শিশু মৃত্যুর ঘটনার জেরে ভারতীয় নয়ডাভিত্তিক কোম্পানি ম্যারিওন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ আপাতত না দিতে বলছে সংস্থাটি। 

বুধবার (১১ জানুয়ারি) এক সতর্কবার্তায় ডব্লিউএইচও জানিয়েছে, ম্যারিওন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ হলো অ্যাম্ব্রনল সিরাপ এবং ডক-১ ম্যাক্স সিরাপ। ল্যাবরেটরি পরীক্ষায় ওষুধ দুটিতে খুব বেশি পরিমাণে ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিনের উপস্থিতি পাওয়া গেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করে বলেছে, ম্যারিওন বায়োটেকের তৈরি ওষুধ সাবস্ট্যান্ডার্ড মেডিক্যাল প্রোডাক্টস। এই ওষুধ গুণগতমান পূরণে ব্যর্থ হয়েছে। এগুলো নিরাপদ নয়। এই দুই ওষুধের ব্যবহারে শিশুরা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে, কিংবা মৃত্যুও হতে পারে।

গত ২৯ ডিসেম্বর উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, ভারতীয় কোম্পানির তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে দেশটিতে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। ২১ জনের মধ্যে ১৮ শিশু নয়ডাভিত্তিক ম্যারিওন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়েছিল। এরপরই তীব্র শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়। 

এর আগে গামিবিয়ায় ৬৬ শিশু মৃত্যুর ঘটনায় ভারতীয় একটি সংস্থার চারটি কাশির সিরাপকে দায়ী করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: এনডিটিভি


আরও দেখুন: