Copyright Doctor TV - All right reserved
ইনফ্লামেটরি আর্থাইটিস বা প্রদাহজনিত বাত হলে বিশ্রাম নিলে বেড়ে যায়। আবার কাজকর্ম শুরুর সাথে সাথে ব্যথাও কমে যায়। তরুণদের এটি বেশি হয়।
একটানা শুয়ে-বসে থাকা, কম্পিউটারে টানা কাজ করা, কঠোর পরিশ্রম, ফ্র্যাকচার, সংক্রমণ, টিউমারসহ বিভিন্ন কারণে ব্যাক পেইন হতে পারে। ব্যাক পেইন প্রাণঘাতী কিছু না হলেও বারবার ফিরে আসায় স্বাভাবিক জীবন দুঃসহ হয়ে ওঠে।