ইনফ্লামেটরি আর্থাইটিস হলে করণীয়

ডা. ঈশিতা বিশ্বাস
2022-03-09 15:18:30
ইনফ্লামেটরি আর্থাইটিস হলে করণীয়

অনেক সময় অ্যাঙ্কেল জয়েন্টের পেছনের রগে ব্যথা হয়। অনেকের চোখ লাল হয়ে যায়

ইনফ্লামেটরি আর্থাইটিস বা প্রদাহজনিত বাত হলে বিশ্রাম নিলে বেড়ে যায়। আবার কাজকর্ম শুরুর সাথে সাথে ব্যথাও কমে যায়। তরুণদের এটি বেশি হয়।

অনেক সময় প্রদাহজনিত বাতের সাথে এক্সট্রা আর্টিকুলার মেনুফেসটেশন হতে পারে। যেমন, অনেকের পায়ের তলায় ব্যথা করে, অনেক সময় অ্যাঙ্কেল জয়েন্টের পেছনের রগে ব্যথা হয়। অনেকের চোখ লাল হয়ে যায়।

পরিবারে কারও এ সমস্যা থাকলে অন্যদেরও হওয়ার সম্ভাবনা বেশি। লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সাধারণত চিকিৎসক প্রদাহজনিত বাত-ব্যথার জন্য ওষুধের সাথে কিছু শরীর চর্চা দিয়ে থাকেন। এ ধরনের ব্যথা উপশমে শরীর চর্চা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

অনেকের ক্ষেত্রে দেখা যায়, ব্যথার ওষুধের সাথে ডিজিজ মডিফায়িং বা ডিএমআরডি নামে একটি ওষুধ দেন চিকিৎসকরা। সেটি নিয়মিত সেবন করলে আশা করি উপকার পাবেন।

তবে ইনফ্লামেটরি আর্থাইটিসকে কোনো সময় হালকাভাবে নেওয়া ঠিক হবে না। রোগটি সারাতে একটি সঠিক ডায়াগনসিস যেমন দরকার, তেমনি সঠিক ফলোআপও দরকার। এজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।


আরও দেখুন: