Copyright Doctor TV - All right reserved
দুইদিন ব্যাপী ‘ইউনিমেড ইউনিহেলথ ৮ম এনডিএফ বিডি –শসোমেক জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব-২০২৩' এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টায় ‘মননে তারুণ্য, ধমনীতে যুক্তি, সেবার আবেশেই, মিলবে মুক্তি’- শ্লোগানে মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) শুরু হতে যাচ্ছে ইউনিমেড ইউনিহেলথ অষ্টম এনডিএফ বিডি- জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব-২০২৩।ন্যাশনাল ডিভেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী অনুষ্ঠানে এবারের স্লোগান- মননে তারুণ্য, ধমনিতে যুক্তি, সেবার আবেশেই মিলবে মুক্তি।