Copyright Doctor TV - All right reserved
প্রতিটি ক্যান্সারের তিনটা গ্রুপ আছে। একটা কোমোথেরাপি, রেডিওথেরাপি ও সার্জারি। একেকটা রোগী একেক ভাবে আসে। কোনো সময় সার্জারি আগে লাগে অথবা আগে লাগে কখনো রেডিওথেরাপি আগে লাগে।কারো হয়তো কোনটাই লাগেনা। কিন্তু কোমোথেরাপি সবারই লাগে।
ক্যান্সার চিকিৎসা ডায়াগনস্টিক করলে ক্যামোথেরাপি দিতে হবে। এটাই ব্লাড ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য কার্যকরী।