Copyright Doctor TV - All right reserved
এক গবেষণায় দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহের বিছানা প্রতি দৈনিক ১.৪ কেজি বর্জ্য উৎপাদিত হয় যেখানে সংক্রামক বর্জ্যের উপস্থিতি ৯%। মেডিকেল বর্জ্যের প্রায় ৭৫ - ৯০% সাধারণ বর্জ্য এবং প্রায় ১৫ - ২৫ % ক্ষতিকর বর্জ্য থাকে।
বাংলাদেশে পরিবেশ দূষণের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে মনোযোগ দেওয়া উচিত। পানি, বায়ু ও মাটি দূষণের কি কি উৎস তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে না পারলে বাংলাদেশের মানুষ জীবাণুবাহিত নানা রোগের মত কতগুলো ক্রনিক (chronic) রোগে আক্রান্ত হতে পারে।