Copyright Doctor TV - All right reserved
অস্ত্রোপচারে ব্যবহৃত অতি প্রয়োজনীয় অ্যানেস্থেসিয়া (চেতনানাশক) ফুরিয়ে গেছে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার মঙ্গলবার (৭ নভেম্বর) জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গাজার কিছু চিকিৎসক অ্যানেস্থেসিয়া ছাড়াই অঙ্গচ্ছেদসহ বিভিন্ন জটিল অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছেন। সেখানে রোগীর তীব্র যন্ত্রণা অনুমান করা আসলেই কঠিন।
শক্তিশালী ওপিওড জাতীয় ওষুধ ফেনটানাইল ব্যথানাশক হিসেবে কাজ করে। ওষুধটি যুক্তরাষ্ট্রে মাদক সংশ্লিষ্টতার দায়ে বিতর্কিত তালিকাভুক্ত। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জানান, ফেনটানাইলের (মাদক) উৎপাদন মূলত চীনের রাসায়নিক কোম্পানিগুলোর মাধ্যমে শুরু হয়েছে।