Copyright Doctor TV - All right reserved
এসজিএম চৌধুরী মেমোরিয়াল অরেশনস (SGM Chaudhary Memorial Orasions) গোল্ড মেডেল পেলেন রংপুরস্থ হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।
একটা ছেলের হাত কাটা গেছে ধান কাটার যন্ত্রে। বাড়ি ঝিনাইদহ। বিচ্ছিন্ন হাত। স্থানীয় হাসপাতাল থেকে থেকে ডাক্তাররা রেফার করলেন যশোরে। যশোরের ওরা বলল ওদের এরকম হাত ঠিক করার মত সার্জন নেই। তাছাড়া এর মধ্যে ১১ ঘন্টা পার হয়ে গেছে। ঠিক ওই সময় একজন ত্রাতা হিসেবে তার চিকিৎসার জন্য হাত বাড়ালেন। অভয় দিলেন। তিনি ডা. সাজেদুর রেজা ফারুকী। এসোসিয়েট প্রফেসর নিটোর, অর্থপেডিক সার্জন। ভারত, ইউরোপ আমেরিকা থেকে ট্রেনিং করা। ওরা কেমনে কেমনে প্লেনে করে আনল শিশুটাকে। সন্ধ্যা ছয়টা এয়ারপোর্ট এলেও মোহাম্মদপুর আসতে লাগল রাত দশটা। পুরো টিম আগে থেকে রেডি ছিল। কাজ শুরু করলো টিম ফারুকী। প্রায় ১০ ঘন্টা সময় নিয়ে অপারেশনটা হলো। সফল অপারেশন। শিশুটার হাত জোড়া লাগানো হলো। হাত এখন ভাল আছে।