Copyright Doctor TV - All right reserved
গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ে প্রতি আহ্বান জানিয়েছেন খান ইউনিসে অবস্থিত আল নাসের হাসপাতালের এক চিকিৎসক। হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা পুরো বিশ্বকে আহ্বান জানাচ্ছি, দয়া করে ব্যবস্থা গ্রহণ করুন।
অস্ত্রোপচারে ব্যবহৃত অতি প্রয়োজনীয় অ্যানেস্থেসিয়া (চেতনানাশক) ফুরিয়ে গেছে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার মঙ্গলবার (৭ নভেম্বর) জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গাজার কিছু চিকিৎসক অ্যানেস্থেসিয়া ছাড়াই অঙ্গচ্ছেদসহ বিভিন্ন জটিল অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছেন। সেখানে রোগীর তীব্র যন্ত্রণা অনুমান করা আসলেই কঠিন।
দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত এক ফিলিস্তিনী অন্তঃসত্ত্বাকে ডেলিভারি করে জীবিত সন্তান ভূমিষ্ঠ হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালের চিকিৎসকরা ওই মৃত অন্তঃসত্ত্বার সফল ডেলিভারি করান। সূত্র : আল জাজিরা। প্রকাশিত খবরে বলা হয়েছে, জন্মের পর থেকেই শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তার শরীরে বেশ কিছু টিউব লাগিয়ে রাখা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত শনিবার (৮ অক্টোবর) ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় চিকিৎসকসহ ২৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।