ইসরায়েলি হামলায় গাজার চিকিৎসকসহ ২৮ স্বাস্থ্যকর্মী নিহত
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজার একটি হাসপাতাল
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত শনিবার (৮ অক্টোবর) ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় চিকিৎসকসহ ২৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৮ জন চিকিৎসাকর্মী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের গোলাবর্ষণ ও বিমান হামলায় গাজায় ১৫টি হাসপাতাল বিধ্বস্ত হয়েছে, আরো দুটি হাসপাতালে চিকিৎসা দেয়ার মতো পরিস্থিতি আর নেই। ২৩টি অ্যাম্বুলেন্সকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সবগুলো অ্যাম্বুলেন্স গুঁড়িয়ে গেছে।
গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দেয়া ভিডিও বার্তায় ‘হামাসকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করে ফেলার হুমকি দেয়া হয়।
এছাড়া ইসরায়েলের নেতারা বলেন, গাজা আগে যা ছিল সেই অবস্থায় আর কখনো ফিরে যাবে না। হামাস নেতাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হবে।