Copyright Doctor TV - All right reserved
কালাজ্বর ও ফাইলেরিয়া নিয়ন্ত্রণের অনন্য অর্জন ধরে রাখতে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে এ অর্জনের জন্য স্বাস্থ্য বিভাগের সবার প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী। সম্প্রতি কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম এবং ফাইলেরিয়া নির্মূলে দক্ষিণ এশিয়ায় চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশ।
কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। ভারতের দিল্লিতে ৩ দিনব্যাপী বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার ৭৬তম আঞ্চলিক সম্মেলনে মঙ্গলবার (৩১ অক্টোবর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে এই স্বীকৃতির সনদপত্র তুলে দেন বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম খেত্রপাল।
অতি দ্রুততার সঙ্গে প্রাণঘাতী কালাজ্বর শনাক্তের নির্ভুল পদ্ধতি উদ্ভাবন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ মনজুরুল করিমের নেতৃত্বে এক দল গবেষক। ইতোমধ্যে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত জার্নাল পিএলওএস গ্লোবাল পাবলিক হেলথ-এ।
মাত্র তিন মিনিটে কালাজ্বরের কার্যকর ওষুধ তৈরির সম্ভাবনার কথা শুনিয়ে ‘থ্রি মিনিট থিসিস (থ্রিএমটি)’ শীর্ষক আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করলেন বাংলাদেশের মেয়ে আতিয়া বিনতে আমিন। কানাডার মনট্রিয়লে অবস্থিত ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে মানবদেহের জিনতত্ত্বের ওপর পিএইচডি করছেন আতিয়া। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনার অনলাইন সংস্করণে এই পুরস্কার জয়ের খবর প্রকাশ করা হয়েছে।