Copyright Doctor TV - All right reserved
আগামী সোমবারের মধ্যে১০ দফা দাবি মানা না হলে আবারও ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। শুক্রবার রাজ্যের সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষে রাজ্য সরকারকে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সময় বেঁধে দেন জুনিয়র চিকিৎসকরা। এ সময় জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়রাও ছিলেন।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে নবীন চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি সপ্তম দিনেও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অনশনকারীদের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে এ হাসপাতালেরই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গের সরকারি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫০ জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের চলমান আন্দোলনের সমর্থনে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে- চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধি, নিহত নারী চিকিৎসকের সুবিচার, মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ‘থ্রেট কালচার’ বিলোপ এবং রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি করা।
ভারতের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সাবেক অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষকে গ্রেপ্তার দেখিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।
ভারতের কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা মৃতদেহ নিয়ে নতুন তথ্য সামনে এলো। জানা গেছে, ওই হাসপাতালের মর্গে রাখা অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির কার্যক্রম গত কয়েক বছরে ফুলে-ফেঁপে উঠেছিল।