Ad
Advertisement
Doctor TV

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫


মেডিকেল-ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭%

Main Image


২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় পাসের হার হয়েছে ৬৬.৫৭ শতাংশ।

 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১,২০,৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত ছিলেন ২,১৯২ জন (১.৭৯%) এবং বহিষ্কৃত পরীক্ষার্থী ২ জন। মোট ৮১,৬৪২ জন পরীক্ষার্থী পাশ করেছেন, যাদের মধ্যে পুরুষ ৩১,১২৮ জন (৩৮.১৩%) এবং নারী ৫০,৫১৪ জন (৬১.৮৭%)।

 

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০২৫ সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ছিলেন ৩,৮৫০ জন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য সংখ্যা ছিল ১,৭০৭ জন, যাদের মধ্যে ৮৮ জন গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত ছিলেন।

 

ভর্তি প্রক্রিয়ায় আবেদনপত্র গ্রহণ, পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়ণ ও ফলাফল চূড়ান্তকরণ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়েছে। উত্তরপত্র ‘ওএমআর’ বা ‘আইসিআর’ মেশিনে পরীক্ষা করা হয়েছে। সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে সাধারণ ও সংরক্ষিত আসনে প্রার্থীর জাতীয় মেধা ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আসন বন্টন করা হয়েছে।

 

শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, www.dghs.gov.bd এবং https://result.dghs.gov.bd থেকে ফলাফল দেখতে পারবেন। ‘MBBS Result 2025-2026’ লিংকে রোল নম্বর দিয়ে ফলাফল দেখা এবং ডাউনলোড করা যাবে। মেধাতালিকাও পিডিএফ আকারে প্রকাশিত হয়েছে।

 

পরীক্ষা ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১:১৫ পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতি ছিল ৯৮.২২ শতাংশ, অনুপস্থিতি ১.৭৮ শতাংশ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, পরীক্ষাটি সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে।

 

এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩,০৫১। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫,১০০ এবং সরকারি ডেন্টাল ইউনিটে ৫৪৫টি, বেসরকারি মেডিকেল কলেজে ৬,০০১ এবং বেসরকারি ডেন্টাল কলেজে ১,৪০৫টি আসন রয়েছে। মোট আবেদনকারী ১,২২,৬৩২ জন, যার মধ্যে ৪৯,০২৮ জন ছেলে এবং ৭৩,৬০৪ জন মেয়ে।

আরও পড়ুন