
মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর ক্ষতিগ্রস্ত ব্রেন স্টেম এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে সার্বিকভাবে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই বিবেচিত হচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানান নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ। বৈঠকে বোর্ডের সব সদস্য উপস্থিত ছিলেন।
ডা. আহাদ জানান, শরীফ ওসমান হাদীর সর্বশেষ সিটি স্ক্যানের ফলাফল অত্যন্ত খারাপ এসেছে। পুনরায় করা সিটি স্ক্যানে মস্তিষ্কে তীব্র অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে এবং বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা গেছে। বিশেষ করে ব্রেন স্টেমে আঘাতের স্থানটি এখনো সংকটজনক অবস্থায় রয়েছে, যা সবচেয়ে বেশি ঝুঁকির কারণ।
চিকিৎসার ধারাবাহিকতায় কোনো অগ্রগতি না হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রোগীর অবস্থা আগের মতোই অপরিবর্তিত এবং অত্যন্ত আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ফুসফুসের কার্যক্রম আগের মতোই সাপোর্টের মাধ্যমে চলছে, তবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এর আগে উন্নত চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এ প্রসঙ্গে ডা. আহাদ বলেন, বিদেশে নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতাল রোগী গ্রহণ করলে পরিবার বিষয়টি বিবেচনা করতে পারে। তবে থাইল্যান্ডের ব্যাংকক বা সিঙ্গাপুর—কোথায় নেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। পাশাপাশি রোগীর শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার উপযোগী কি না, সেটিও এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রিকশায় করে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদীর ওপর হামলা চালানো হয়। পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের আরোহী খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি করে। গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় শরীফ মো. ওসমান হাদীকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন