Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫


স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক, ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

Main Image


ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে পূর্বের দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। শোকজ নোটিশের জবাব সন্তোষজনক হওয়ায় তাকে ক্ষমা করে আবার আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) পদে দায়িত্ব দেওয়া হয়।

 

বুধবার (১১ ডিসেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত আদেশে ধনদেবকে কাজে ফেরানোর বিষয়টি জানানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান জানান, ওই দিন থেকেই নতুন আদেশ কার্যকর হয়েছে।

 

ঘটনার সূত্রপাত ৬ ডিসেম্বর, যখন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে টেবিল ও অপ্রয়োজনীয় সরঞ্জাম থাকার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে ধনদেবকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

পরবর্তীতে ধনদেব লিখিতভাবে অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চান এবং এমন আচরণ আর না করার প্রতিশ্রুতি দেন। তার জবাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলে ডিজি তা সন্তোষজনক বলে বিবেচনা করেন। উদারতার অংশ হিসেবে তিনি ধনদেবকে ক্ষমা করে আবারও পূর্বের পদে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই অনুযায়ী তাকে পুনরায় ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন