
ছবিঃ সংগৃহীত
ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার সচিবালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি সম্পন্ন হয়।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এনআইবি-এর মহাপরিচালক প্রফেসর ড. সগীর আহমেদ এবং বিএমইউ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুল আলম।
প্রধান অতিথির বক্তৃতায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন উল্লেখ করেন, এ চুক্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যে উচ্চতর গবেষণা ও চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা দেশের জনগণের স্বাস্থ্য ও চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যানগণ, বিএমইউ-এর প্রো-উপাচার্য প্রফেসর মো. আবুল কালাম আজাদ (শিক্ষা), অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান হাওলাদার (গবেষণা ও উন্নয়ন) এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন