Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫


অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১৭ চিকিৎসক

Main Image

ছবিঃ সংগৃহীত


বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৭ জন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।

 

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১৩ জন অ্যানেসথেশিওলজি বিভাগে এবং ৪ জন রেসপিরেটরি মেডিসিন বিভাগে কর্মরত।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)-এর সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর ফিডার পদে অভিজ্ঞতার শর্ত শিথিল করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড–৩ (টাকা ৫৬,৫০০-৭৪,৪০০) অনুযায়ী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

 

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান পদ ও দায়িত্বস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া আগামী ২৩ নভেম্বরের মধ্যে পদোন্নতির যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে বলা হয়েছে।

 

প্রজ্ঞাপন

আরও পড়ুন