
ছবিঃ সংগৃহীত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনদের পদসৃজন ও পদোন্নয়ন উদ্যোগের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ডেন্টাল বিভাগ।
সম্প্রতি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেন্টাল সার্জনের পদ সংখ্যা এক থেকে বৃদ্ধি করে দুইটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও বিভাগীয় অফিসে ৫ম, ৬ষ্ঠ ও ৯ম গ্রেডের পদসৃজনের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এই উদ্যোগের জন্য এনডিএফ ডেন্টাল বিভাগের সভাপতি প্রফেসর ডা. নুরুল আমিন এবং সেক্রেটারি ডা. মো. মোস্তাফিজুর রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকদ্বয়, পরিচালক (প্রশাসন) এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সকল নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তারা বলেন, এই পদসৃজনের মাধ্যমে এনডিএফ ঘোষিত ৮ দফা দাবির একটি আংশিক পূরণ হয়েছে। বাকি দাবিগুলোর দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ডেন্টাল প্রফেশনের স্বার্থে ও উন্নয়নে এনডিএফ নেতৃবৃন্দ দেশের সব সংশ্লিষ্ট মহলের সঙ্গে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আরও পড়ুন