Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫


জাতীয় যুব কাউন্সিল প্রতিষ্ঠা: বাংলাদেশ সরকারের সাথে বিএমএসএস-এর ঐতিহাসিক চুক্তি

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি)-এর মধ্যে প্রথমবারের মতো একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ১৯ অক্টোবর, রোববার, ডিজিএফপি মহাপরিচালক ডা. আশরাফী আহমেদ, এনডিসি-এর উপস্থিতিতে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠান জনস্বাস্থ্য ও উন্নয়নে তরুণদের নেতৃত্বের নতুন অধ্যায় সূচনা করেছে।

 

চুক্তির মাধ্যমে “জনসংখ্যা, উন্নয়ন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ক জাতীয় যুব কাউন্সিল” প্রতিষ্ঠা করা হয়েছে। এ কাউন্সিল তরুণদের জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে যুক্ত করার পাশাপাশি তাদের মতামত ও নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

 

বিএমএসএস-এর ২০২৫ সালের প্রেসিডেন্ট ডা. ইফতেখার আহমেদ সাকিবের নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় সংগঠনটি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একইসাথে জাতীয় যুব কাউন্সিলের চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অধিদপ্তরের সব পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। ডিজিএফপি-এর পক্ষে প্রশাসন ইউনিটের পরিচালক জনাব মীর সাজেদুর রহমান এবং বিএমএসএস-এর পক্ষে ডা. ইফতেখার আহমেদ সাকিব চুক্তিতে স্বাক্ষর করেন। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু স্বাস্থ্য সেবা ইউনিটের পরিচালক ডা. মো. সুলতান আহমেদ, এমআইএস ইউনিটের পরিচালক মারজিয়া হক, বিএমএসএস ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ডা. শাহজালাল হোসেন সিয়াম ও সেক্রেটারি জেনারেল সুবহা তানজিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিজিএফপি পরিকল্পনা ইউনিটের পরিচালক সাবিনা পারভীন।

 

ডিজিএফপি-এর সাথে চুক্তি স্বাক্ষরকারী প্রথম যুব সংগঠন হিসেবে বিএমএসএস এ অর্জনে গর্ব প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, বহু বছরের প্রচেষ্টা ও আলোচনার ফলেই এই জাতীয় যুব কাউন্সিল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, যা তরুণদের স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করবে।

 

চুক্তিটি ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আগামীতে বিএমএসএস দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ প্রতিনিধিদের নিয়ে একটি বৈচিত্র্যময় ও গতিশীল প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছে। শীঘ্রই জাতীয় যুব কাউন্সিলের জন্য আবেদন আহ্বান করা হবে।

আরও পড়ুন