
নখের সৌন্দর্য রক্ষা করতে আমরা নেইল পলিশ, নেইল আর্টের মতো নানা উপায় বেছে নিই। তবে আপনি কি জানেন, এই নখ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের স্বাস্থ্যের প্রতিফলনও হতে পারে? নখের আকৃতি বা রঙের পরিবর্তন শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যা বা অসুস্থতার ইঙ্গিত দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, নখের রঙে পরিবর্তন সাধারণত নখের নিজস্ব সমস্যা থেকে শুরু করে ত্বকের অসুখ, এমনকি শরীরের গুরুতর রোগেরও লক্ষণ হতে পারে।
কেমন হয় একটি স্বাস্থ্যকর নখ?
নখ মূলত কেরাটিন নামের একধরনের প্রোটিন দিয়ে তৈরি। সুস্থ নখ দেখতে সাধারণত মসৃণ ও হালকা গোলাপি রঙের হয়। সামনের প্রান্তটা হয় সাদা।
তবে যদি নখের স্বাভাবিক রঙে পরিবর্তন আসে, সেটিকে অবহেলা করা ঠিক নয়।
কোন রঙ কী নির্দেশ করে?
# হলুদ নখ:
ইয়েলো নেইল সিনড্রোম নামের একটি বিরল রোগের কারণে হতে পারে।
# নীল নখ:
# লাল নখ:
# বাদামি নখ:
# আংশিক গোলাপি ও বাদামি (টেরিস নেইল):
# কালো নখ:
# সাদা নখ:
# সবুজ নখ:
যদি নখের রং হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়, তাহলে তা কোনো গুরুতর শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, নখে এমন পরিবর্তন দেখা দিলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সঠিকভাবে রোগ নির্ণয় না হলে অনেক ক্ষেত্রেই সমস্যাটি জটিল হয়ে যেতে পারে।
নখের পরিবর্তনকে হালকা করে না দেখে, সতর্ক হোন—কারণ এটি আপনার শরীরের অভ্যন্তরীণ বার্তা দিচ্ছে।
আরও পড়ুন