Ad
Advertisement
Doctor TV

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


সুস্থ ফুসফুস, সুস্থ জীবন: ফুসফুসের যত্নে সচেতন হোন আজই

Main Image


ফুসফুস—আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। অথচ এই ফুসফুসকেই আমরা অনেক সময় অবহেলা করি, না জানি এর যত্নের কথা, না করি সচেতনতা। বিশ্বব্যাপী ফুসফুসের নানা রোগ আজ ভয়াবহ আকার ধারণ করেছে। করোনাভাইরাস মহামারির পর ফুসফুসের রোগের প্রভাব আরও বিস্তৃতভাবে দেখা দিয়েছে।

 

বিশ্বব্যাপী উদ্বেগজনক চিত্র

 

  • # বর্তমানে সারা বিশ্বে প্রায় ২০০ মিলিয়ন মানুষ সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)-তে ভুগছেন।

  •  
  • # অ্যাজমায় আক্রান্ত ২৬২ মিলিয়ন মানুষ।]

  •  
  • # প্রতিবছর ২.২ মিলিয়ন নতুন ফুসফুসের ক্যানসার রোগী শনাক্ত হন।

  •  
  • # নিউমোনিয়া ও অন্যান্য সংক্রমণে মারা যান প্রায় ২.৪ মিলিয়ন মানুষ

  •  
  • # যক্ষ্মা সংক্রমণে মৃত্যুহারও বেড়েছে গত এক দশকে।
  •  

# এতসব পরিসংখ্যানের পেছনে একটাই বার্তা—সচেতন না হলে বিপদ আসন্ন।

 

 

 ফুসফুসের বড় শত্রু: যেসব রোগ

 

# অ্যাজমা

# সিওপিডি

# ফুসফুসের ক্যানসার

# যক্ষ্মা

# নিউমোনিয়া ও অন্যান্য সংক্রমণ

# এদের প্রতিটিই প্রতিরোধযোগ্য, যদি সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া হয়।

 

 

# ফুসফুস সুস্থ রাখতে করণীয়

 

✔️ শ্বাসের ব্যায়াম: প্রতিদিন কিছু সময় গভীর শ্বাস-প্রশ্বাস অনুশীলন করুন।
✔️ নিয়মিত শরীরচর্চা: হালকা ব্যায়াম যেমন হাঁটা, যোগব্যায়াম উপকারী। ভারী ব্যায়ামে সতর্কতা।
✔️ সুষম খাদ্য: পুষ্টিকর খাবার খান, অ্যালার্জিজনিত খাবার এড়িয়ে চলুন।
✔️ ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন ফুসফুসের ওপর চাপ ফেলে।
✔️ হাঁটুন বেশি, যানবাহন ব্যবহার কমান: হাঁটা ও সাইক্লিং আপনার ফুসফুসকে সুস্থ রাখে।
✔️ মানসিক চাপ কমান: চাপমুক্ত জীবন যাপন ফুসফুসের স্বাস্থ্যেও প্রভাব ফেলে।
✔️ টিকাদান: শিশুরা ও বয়স্কদের নিয়মিত টিকা নিতে হবে—বিশেষ করে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে।

 

# ফুসফুসের ক্ষতি করে যেসব অভ্যাস

 

  • ধূমপান: সবচেয়ে বড় শত্রু। শুধু ধূমপায়ী নয়, আশপাশের মানুষও ঝুঁকিতে।
  • বায়ুদূষণ: পলিথিন, ময়লা, কাঠ, কয়লা ইত্যাদি পোড়ানো থেকে বিরত থাকুন।
  • সুগন্ধি বা রুম ফ্রেশনার: তীব্র গন্ধ ফুসফুসে অ্যালার্জি বা অ্যাজমা বাড়ায়।
  • কার্পেট বা লোমশ সামগ্রী: ঘরে ধুলাবালি জমে থাকে, শ্বাসনালির ক্ষতি করে।
  • ঘরের দরজা-জানালা খোলা রাখা (রেণু মৌসুমে): ফুলের রেণু শ্বাসতন্ত্রে সমস্যা সৃষ্টি করতে পারে।
  •  

 জেনে রাখুন

 

  • করোনা টিকা, নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা শুধু ফুসফুসের রোগীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও গুরুত্বপূর্ণ।
  • ফুসফুসের রোগীরা কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কিছু ওষুধ সমস্যা বাড়িয়ে দিতে পারে।

 

সবুজ থাকুক, ফুসফুস বাঁচুক

 

ফুসফুস শুধু নিজের নয়, আমাদের চারপাশের পরিবেশও এ অঙ্গের স্বাস্থ্যর সঙ্গে জড়িত। তাই বেশি করে গাছ লাগান—বাড়ির বাইরে ও ভেতরে। শুদ্ধ বাতাসে বাঁচুক আমাদের শ্বাস, বাঁচুক জীবন।

আরও পড়ুন