ছবিঃ অধ্যাপক ডা. এ কে এম কামারুজ্জামান
ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ডা. এ কে এম কামারুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ডা. কামারুজ্জামান। সকালে বনানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও ভক্ত রেখে গেছেন।
ডা. এ কে এম কামারুজ্জামান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি দেশের স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। নাঙ্গলকোটে তিনি গড়ে তুলেন এ অঞ্চলের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল।
তিনি ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে তৎকালীন কুমিল্লা-১১ আসন (নাঙ্গলকোট উপজেলা বর্তমানে কুমিল্লা-১০) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে নাঙ্গলকোটের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন