ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এর উদ্যোগে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে ১২তম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনদেশের পুনর্বাসন চিকিৎসা ক্ষেত্রে সর্ববৃহৎ এই আয়োজন চলবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার। আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলনে অংশ নেবেন দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষক ও প্রশিক্ষকবৃন্দ।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্বনামধন্য চিকিৎসাবিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরাও যোগ দেবেন।
বিএসপিএমআরসিওআর জানিয়েছে, প্রতিবছরের মতো এবারের সম্মেলনও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, গবেষণার বিস্তার এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবাকে আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মাধ্যমে দেশে পুনর্বাসন চিকিৎসার গুণগত মান বৃদ্ধি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা করছে আয়োজক কমিটি।
আরও পড়ুন