Ad
Advertisement
Doctor TV

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫


ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকার অনুদান

Main Image

ছবিঃ সংগৃহীত


জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা ও সেবামূলক কার্যক্রমে সহযোগিতা হিসেবে এক কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত এই হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। চেকটি হস্তান্তর করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

 

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “মানবকল্যাণই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এই অনুদান আমাদের সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে প্রদান করা হয়েছে, যা জনকল্যাণে কাজে আসবে বলে আমরা বিশ্বাস করি।”

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনানী থানা জামায়াতের আমির মিজানুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. হাসানুল বান্না, ডা. আ. সালাম, ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল তিহান, ডা. শরিফুল ইসলাম এবং ডা. মিনহাজ উদ্দিন।

 

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, “আল্লাহ মানুষকে পৃথিবীতে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন, যা মানুষকে কুরআন, হাদিস ও ইসলামী জ্ঞানের চর্চায় উদ্বুদ্ধ করে। আমরা এমন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি, যেখানে ধর্ম, বর্ণ বা গোত্রের ভেদাভেদ না রেখে সকল মানুষের অধিকার সমভাবে নিশ্চিত করা হবে।”

আরও পড়ুন