ছবিঃ সংগৃহীত
গত এক দিনে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর মেলেনি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনসেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন আছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৬৩জন রোগী চিকিৎসা শেষেহাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮০জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবছরের ৬ জুলাই পর্যন্তদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৯ হাজার ৫১৪ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।
আরও পড়ুন