ছবিঃ সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুইদিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে এই শিবিরের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
শিবিরটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর আয়োজিত এবং এতে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ঢাকা আই কেয়ার হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা। চক্ষু শিবিরের প্রথম দিনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বিশেষত ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যার ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, “কর্মদক্ষতা ধরে রাখতে শারীরিক সুস্থতা অপরিহার্য। এই বিনামূল্যের চক্ষু শিবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এছাড়াও তিনি ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন
আরও পড়ুন