Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫


হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফারুকী, এখন আশঙ্কামুক্ত

Main Image


 

ঢাকা, ১৬ আগস্ট : কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাঁকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।

 

ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে তাঁকে দ্রুত ঢাকায় আনা হয়। স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিশা।

 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর সাংবাদিকদের বলেন, শনিবার দিবাগত রাতে জরুরি বিভাগে নেওয়ার পর তাঁকে স্যালাইন দেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। ইসিজিতে হৃদ্‌যন্ত্রে কোনো সমস্যা পাওয়া যায়নি। অতিরিক্ত কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো।

 

চিকিৎসকদের বরাত দিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব জানান, ফারুকী বুকে ব্যথা অনুভব করেন এবং তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন।

সরকারি সফরে শুক্রবার বিকেলে বিমানযোগে কক্সবাজার যান ফারুকী। তিনি হোটেল ওশান প্যারাডাইসে অবস্থান করছিলেন। কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে রোববার শুরু হওয়া দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর, তবে অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি।

আরও পড়ুন