Advertisement
Doctor TV

বুধবার, ২ জুলাই, ২০২৫


কর্মজীবী নারীদের মহামারি মোকাবিলায় বিশেষ সেমিনার

Main Image

ছবিঃ সংগৃহীত


পোশাক কারখানায় কর্মরত নারীদের মহামারি মোকাবেলায় প্রস্তুত করতে এক গবেষণামূলক সেমিনার আয়োজন করে আইসিডিডিআর,বি।

‘বাংলাদেশের শহরের অনুন্নত বসতিগুলিতে কর্মজীবী নারীদের মধ্যে বৈশ্বিক মহামারি মোকাবেলার প্রস্তুতির জন্য সিস্টেম শক্তিশালীকরণ’ শীর্ষক এই সেমিনারে সহযোগিতা করে আইইডিসিআর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও কানাডার সিককিডস। গবেষণায় আর্থিক সহায়তা দেয় কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার।

 

মহাখালীর সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে ‘ওম্যান রাইজ’ গবেষণার ফলাফল ও সুপারিশ নিয়ে আলোচনা করেন বিভিন্ন নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।

ডা. সোহানা শফিকের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ঢাকা ও গাজীপুরের বস্তি ও পোশাক কারখানায় কর্মরত নারীদের মহামারির সময়কার অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়। এতে স্বাস্থ্য, কর্মসংস্থান ও জেন্ডার ইস্যুর আন্তঃসম্পর্ক তুলে ধরা হয়েছে।

 

আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, “এই গবেষণা ভবিষ্যতের যেকোনো মহামারির প্রস্তুতিতে সহায়ক হবে।”

গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্য জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যেমন, শ্বাসতন্ত্রের সংক্রমণ সম্পর্কে জ্ঞান ২৯.৫৯% বৃদ্ধি পেয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থার অনুশীলন ১৫.৯৫% এবং খাদ্যের বৈচিত্র্য ১১.৫৮% পর্যন্ত উন্নত হয়েছে।

 

এছাড়া, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে জ্ঞান যথাক্রমে ১৬.২৬% ও ২৩.৪৩% বেড়েছে, বিশেষত অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারীদের মধ্যে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরে আলম সিদ্দিকী এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফ্যাকাল্টি ড. হালিদা হানুম আখতার।

আরও পড়ুন