Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইবনে সিনায় ভাসকুলার সার্জারি বিভাগের বৈজ্ঞানিক কর্মশালা

Main Image

ছবি: সংগৃহীত


বাংলাদেশসহ গোটা বিশ্বে মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ। রক্তনালীর ব্লকজনিত কারণে ঘটে এসব ঘটনা। রক্তনালী ব্লক হলে হাঁটাহাঁটির সময় পায়ে ব্যথা হয়। একপর্যায়ে পচন ধরলে কেটে ফেলতে হয় পা। এভাবে প্রতিবছর পঙ্গুত্ববরণ করেন হাজারো রোগী।

 

মঙ্গলবার সকালে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ ‘ভাসকুলার অ্যাপ্রোচ টু প্রিভেন্ট এমপুটেশন’ শীর্ষক কন্টিনুয়াস মেডিকেল অ্যাডুকেশনে (সিএমই) তুলে ধরা হয় এসব তথ্য।

 

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন ও সহকারী অধ্যাপক ডা. একেএম জিয়াউল হক।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক। ডা. নাজমুল হকের সঞ্চলনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর এডমিন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পারভেজ আহসানসহ ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কনসালটেন্ট, মেডিকেল অফিসার এবং শিক্ষার্থীরা।

 

অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন বলেন, ধূমপান, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, বাড়তি ওজন ও পরিশ্রমের অভাবসহ বিভিন্ন কারণে রক্তনালী ব্লক হতে পারে। রক্তনালীর আল্ট্রাসনোগ্রাম, অ্যানজিওগ্রাম পরীক্ষা করে ব্লক নিরূপণ করা যায়। কাটাছেঁড়া না করে রিং পরিয়ে (স্টেন্টিং) রক্তনালী চালু করা যায়। এছাড়া রয়েছে রক্তনালী বাইপাস অপারেশন।

আরও পড়ুন