Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫


আন্দোলনকারীদের মারধর, থমথমে শেবাচিম হাসপাতাল

Main Image


বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অনশনে থাকা শিক্ষার্থীদের উপর হাসপাতালের কর্মচারীরা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নার্স, টেকনিশিয়ান এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ মিছিলের পর অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে বের করে দেয়।

 

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনকে মারধর ও অবরুদ্ধ করার অভিযোগ ওঠে কর্মচারীদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কর্মচারীরা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে অবৈধ দাবি করে স্লোগান দিতে দিতে মূল সড়কে বিক্ষোভ দেখান এবং পরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন।

 

আন্দোলনের মুখপাত্র নাভিদ নাসিফ বলেন, পূর্বঘোষিত গণঅনশন চলাকালীন এই হামলা ঘটেছে। তবে আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি অনশনে উপস্থিত ছিলেন না, যদিও তাকে খুঁজে মারধরের চেষ্টা করা হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান হামলার বিষয়ে অজ্ঞতার কথা জানিয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মশিউল মুনীরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

উল্লেখ্য, এর একদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে আন্দোলনের ফলে জনভোগান্তি তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছিলেন।

আরও পড়ুন