ছবিঃ সংগৃহীত
বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে মহাসড়ক অবরোধের মাধ্যমে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি অব্যাহত রেখেছে ছাত্র ও স্থানীয় জনতা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে এ কর্মসূচি চলছে।
একই দাবিতে গত তিন দিন ধরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে আমরণ অনশন করছেন তিন শিক্ষার্থী ও কয়েকজন স্থানীয় বাসিন্দা।
এ পরিস্থিতিতে সমাধানের লক্ষ্যে বরিশালে পৌঁছেছেন স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি আন্দোলনকারীদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবেন।
প্রসঙ্গত, স্বাস্থ্যখাতের সংস্কার ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নের দাবিতে গত ১৭ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বস্তরের ছাত্র ও সাধারণ মানুষ।
আরও পড়ুন