Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫


স্বাস্থ্য সংস্কারের দাবিতে বরিশাল ব্লকেড অব্যাহত

Main Image

ছবিঃ সংগৃহীত


বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে মহাসড়ক অবরোধের মাধ্যমে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি অব্যাহত রেখেছে ছাত্র ও স্থানীয় জনতা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে এ কর্মসূচি চলছে।

 

একই দাবিতে গত তিন দিন ধরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে আমরণ অনশন করছেন তিন শিক্ষার্থী ও কয়েকজন স্থানীয় বাসিন্দা।

এ পরিস্থিতিতে সমাধানের লক্ষ্যে বরিশালে পৌঁছেছেন স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি আন্দোলনকারীদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবেন।

 

প্রসঙ্গত, স্বাস্থ্যখাতের সংস্কার ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়নের দাবিতে গত ১৭ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বস্তরের ছাত্র ও সাধারণ মানুষ।

আরও পড়ুন