ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে।
ভুক্তভোগী ডা. ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, বিএনপির স্থানীয় কয়েকজন নেতা চাঁদা না পেয়ে তাকে মারধর করেন। প্রাণ বাঁচাতে তিনি প্রতিবেশীর বাসায় আশ্রয় নেন এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি ডাক্তার ইকবাল, বাকলিয়ার পুরাতন চারতলায় আছি। বিএনপির হারুন ও তার সন্ত্রাসীদের টাকা না দেওয়ায় আমাকে মারধর করেছে এবং হত্যার চেষ্টা করছে।”
তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, ভবন নির্মাণ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জের ধরেই মারামারি হয় এবং এতে চিকিৎসক আহত হন।
এদিকে স্থানীয়রা জানান, ডা. ইকবালের বিরুদ্ধেও বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে মানববন্ধনও হয়েছে।
আরও পড়ুন