ছবিঃ সংগৃহীত
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে এবং ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে, অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য বড় ধরনের নিয়ন্ত্রণ শিথিল (ডি-রেগুলেশন) প্রয়োজন। বর্তমানে একটি রেস্টুরেন্টের লাইসেন্স পেতে ১৯টি অনুমতি নিতে হয়, যা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে।
সংঘাতপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষোদ্গার বন্ধ করে ভিন্ন মতের প্রতি সহনশীল হতে হবে। গণতন্ত্রের অর্থ হলো অন্যের মতামত শুনে সম্মান দেওয়া। মানুষের মত প্রকাশের সুযোগ অব্যাহত থাকলে অনেক সমস্যাই স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে।
আমীর খসরু আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরশাসনের পতনের পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। এ পরিবর্তন অনুধাবন করতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি টিকে থাকতে পারবে না।
তিনি উদাহরণ দিয়ে বলেন, বিপ্লব-পরবর্তী যে দেশ দ্রুত নির্বাচন করেছে, তারা উন্নতি করেছে; আর যারা সময় নিয়েছে, তাদের মধ্যে অন্তর্কোন্দল বেড়েছে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বাজেট অব্যাহত না রেখে অন্তর্বর্তী সরকারের নিজস্ব বাজেট প্রণয়ন করা উচিত ছিল বলেও তিনি মত দেন
আরও পড়ুন