Advertisement
Doctor TV

সোমবার, ১১ আগস্ট, ২০২৫


স্বাস্থ্যের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

Main Image

ছবিঃ সংগৃহীত


স্বাস্থ্যের দুই শীর্ষ কর্মকর্তা অধ্যাপক ডা. শামিউল ইসলাম ও অধ্যাপক ডা. মো. কামরুল হাসানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (১০ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. শামিউল ইসলামের অবসরের বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালনরত ডা. শামিউল ইসলামের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে অবসর প্রদান করা হয়েছে এবং বিধি মোতাবেক তিনি অবসরজনিত সব আর্থিক সুবিধা পাবেন।

 

এর আগে, গত ৬ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিনের স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অধ্যাপক ডা. মো. কামরুল হাসানকে একই ধারায় অবসরে পাঠানো হয়। তাকেও বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা দেওয়া হবে।

 

দীর্ঘ কর্মজীবনে অধ্যাপক ডা. শামিউল ইসলাম স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের (বিএনসিএমআরসি) প্রকল্প পরিচালক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক, ম্যালেরিয়া–যক্ষ্মা–এইডস নির্মূল প্রকল্পের লাইন ডাইরেক্টর এবং পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

অন্যদিকে, অধ্যাপক ডা. মো. কামরুল হাসান সর্বশেষ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব পদেও রয়েছেন।

আরও পড়ুন