Advertisement
Doctor TV

রবিবার, ১০ আগস্ট, ২০২৫


খুলনা মেডিকেলসহ চার প্রতিষ্ঠানে নতুন পরিচালক নিয়োগ

Main Image

ছবিঃ সংগৃহীত


স্বাস্থ্য অধিদপ্তরের অধীন তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালকের পদে রদবদল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজিদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের উপ-পরিচালক ডা. আবু আহম্মদ আল মামুন।

এছাড়া, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যালেরিয়া ও বাহকজনিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এমবিডিসি) পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী।

 

অন্যদিকে, এমবিডিসি-র পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মদ আলী হাবিবকে।

একই প্রজ্ঞাপনে, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আইনুল ইসলামকে বদলি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন