Advertisement
Doctor TV

রবিবার, ১০ আগস্ট, ২০২৫


প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “ন্যাশনাল ডেন্টাল কংগ্রেস ২০২৫”

Main Image

ছবিঃ সংগৃহীত


শুক্রবার (৮ আগস্ট) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে Bangladesh Medical Students’ Society (BMSS)  এর আয়োজনে দেশের প্রথম জাতীয় ডেন্টাল কংগ্রেস অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ শিক্ষার্থী-কেন্দ্রিক পরিকল্পনায় অনুষ্ঠিত এই কংগ্রেস ডেন্টাল শিক্ষার্থীদের জন্য একটি প্রাতিষ্ঠানিক, ব্যবহারিক ও নেতৃত্বমূলক অভিজ্ঞতার সুযোগ করে দেয়।

 

দিনব্যাপী এই কংগ্রেসে অংশ নেন দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে নির্বাচিত প্রায় ২০০ শিক্ষার্থী ও ইন্টার্ন ডেন্টাল সার্জন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ডেন্টাল ইমপ্লান্ট, রুট ক্যানাল থেরাপি, এক্সট্রাকশন টেকনিক, সুচারিং টেকনিক, ইম্প্রেশন ও ডেন্টাল কাস্ট তৈরি, এবং ক্লিনিকাল এটিকেট বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সাবেক প্রিন্সিপাল ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রেসিডেন্ট ডা. পরিমল চন্দ্র মল্লিক। কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডেন্টাল ইমপ্লান্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর মেজর জেনারেল ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরী। দিনব্যাপী বিভিন্ন সেশনে দেশবরেণ্য অধ্যাপক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা বক্তৃতা ও প্রশিক্ষণ দেন।

ক্যারিয়ার গাইডলাইন সেশনে দেশ-বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা এবং পাবলিক হেলথে ক্যারিয়ারের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা প্রকাশের সুযোগ হিসেবে ছিল “ডেন্টোভেশন স্টেজ”, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের কমিউনিটি-ভিত্তিক প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পান।

 

কংগ্রেসকে ঘিরে পূর্বে একটি অনলাইন ক্যাম্পেইনের অংশ হিসেবে ওয়েবিনার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখে।

BMSS এর পক্ষ থেকে জানানো হয়, “From Students, For Students, Towards a Healthier Nation” এই মূলমন্ত্রকে সামনে রেখে ডেন্টাল শিক্ষার্থীদের একত্রিত করা, দক্ষতা বৃদ্ধি, কমিউনিটি সার্ভিসে অংশগ্রহণ এবং নেতৃত্ব গড়ে তোলাই এই কংগ্রেসের প্রধান উদ্দেশ্য। তাদের আশা, এই আয়োজন ডেন্টাল শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজসেবামুখী ভবিষ্যৎ প্রজন্মের ডেন্টাল সার্জন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন